Samajwadi Party MLC Lal Bihari Yadav. (Photo Credits: Twitter)

মোরাদাবাদ, ৯ জুন:  দেবাদিদেব মহাদেবকে নয়ে অপ্রীতিকর মন্তব্য (Hateful Remarks Against Shivling)। ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ ও ১৫৩-বি ধারায় সমাজবাদী পার্টির নেতা লালবিহারী যাদবের বিরুদ্ধে মামলা দায়ের হল। কান্ত পুলিশের অভিযোগ, ভগবান শিব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির ওই নেতা। আরও পড়ুন-Sonam Kapoor Looks Divine: মা হচ্ছেন, জন্মদিনে ফ্যাশনিয়েস্তা সোনম কাপুর

উল্লেখ্য, বজরং দলের তরফে থানায় অভিযোগ জানানোর পর সমাজবাদী পার্টির ওই নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। বজরং দলের অভিযোগ, লালবিহারী যাদবের মন্তব্য হিন্দুদের ভাবাবেগ আঘাত করেছে। তাকে গ্রেপ্তার করা হোক।

জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে সমীক্ষা চলার সময় শিবলিঙ্গ উদ্ধারের দাবি করেছে হিন্দুরা। মসজিদ চত্বরে এই সমীক্ষার নির্দেশ দিয়েছিল বারাণসী আদালাত। এদিকে একটি টিভি শোয়ে নবীকে অসম্মান মূলক মন্তব্য করে দল থেকে  বরখাস্ত হয়েছেন বিজেপি নেত্রী নুপুর শর্মা।