নয়াদিল্লিঃ চোখের সামনে বাবাকে (Father)খুন হতে দেখল ৯ বছরের কিশোর। মা, তার প্রেমিক ও তিন যুবককে পুলিশের (Police) হাতে তুলে দিল কিশোর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের(Rajasthan ) আলওয়ারে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ভীরু ওরফে মান সিং জাতাভ। গত ৭ জুন মৃত্যু হয় তাঁর। যুবকের স্ত্রী জানায়, শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় ভীরুর। কিন্তু এই ঘটনার ৪৮ ঘণ্টা পর গোটা ঘটনার কিনারা করে ৯ বছরের শিশু। পুলিশকে সে জানায়, শারীরিক অসুস্থতার জন্য নয় বাবাকে খুন করেছে মা। সে জানায়, ওইদিন রাতে যখন বিছানায় শুয়েছিল সে তখন সে দেখে, মা দরজা খুলে দিতে এক কাকা ঘরে ঢুকে আসে। এরপর আরও তিনজন ঘরে ঢুকে আসে। এরপর পাঁচজন মিলে ভীরুকে খুন করে। স্থানীয়রা জানায়, কাশী নামে ওই যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল ভীরুর স্ত্রীর। কিশোরের অভিযোগের ভিত্তিতে ওই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মা ও তার প্রেমিককে পুলিশের হাতে তুলে দিল ৯ বছরের কিশোর
‘They Punched Him, Twisted His Legs and Choked Him’: 9-Year-Old Boy Witnesses Father’s Murder by Mother and Her Lover in Rajasthan’s Alwar; Accused Arrested #Alwar #Rajasthan #Crime
— LatestLY (@latestly) June 18, 2025
Read: https://t.co/88DaNJ6CWz
— LatestLY (@latestly) June 18, 2025