উত্তরাখণ্ডে ভূমিধস (ছবিঃX)

নয়াদিল্লিঃ লাগাতার বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। মেঘভাঙা বৃষ্টিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ হোটেলে (Hotel) একটি অংশ। নিখোঁজ কমপক্ষে ৯ জন কর্মী। রবিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের বারকোট-যমুনেত্রী মার্গের সিলাই বান্দে। প্রবল বর্ষণের জেরে ধস নেমেছে বদ্রীনাথ- হৃষীকেশ জাতীয় সড়কে। যার ফলে বন্ধ হয়ে পড়েছে বদ্রীনাথ, কেদারনাথ এবং হেমকুণ্ডগামী পথ। ইতিমধ্যেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে উদ্ধারকারী দল। দ্রুত ভগ্নস্তূপ সরানোর কাজ চলছে।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, নিখোঁজ ৯ জন

অন্যদিকে শুক্রবার সোনপ্রয়াগ-মুঙ্কাতিয়া সড়কে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এটিই কেদারনাথে যাওয়া তীর্থযাত্রীদের অন্যতম প্রধান রাস্তা। কেদারনাথ ধাম যাত্রায় যাওয়া তীর্থযাত্রীদের সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে থামিয়ে দেওয়া হয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানোর পরেই যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে সড়ক বলে জানিয়েছে রুদ্রপ্রয়াগ পুলিশ। পাশাপাশি পর্যটকদের সতর্ক করেছে পুলিশ। রবি সকাল থেকে ধস নামছে উত্তরকাশীর বিভিন্ন জায়গায়।

 টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, উত্তরকাশীতে ধস, নিখোঁজ ৯ কর্মী