Crime (Photo Credit: X)

উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বেরেলি জেলায় চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। গত ছয় মাসে বেরেলিতে (Bareilly) মোট ৯ জন মধ্যবয়সী মহিলাকে (Women) হত্যা করা হয়েছে। জুন থেকে খুন হওয়া ৬ জন মহিলাকে তাঁদের শাড়ি বা ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত ২৬ নভেম্বর রবিবার জগদীশপুর গ্রামে ৫৫ বছর বয়সী এক মহিলা খুনের পর রহস্য আরও গভীর হয়েছে। ৫৫ বছরের উর্মিলা গাঙ্গওয়াকেও শাড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে আততায়ী। এই হত্যাকাণ্ডের পেছনে একই ব্যক্তি রয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।  আরও পড়ুন: Khalistani Row: ‘নিজ্জর খুনের তদন্তে আরও বেশি করে সহযোগিতা করুক ভারত’, দাবি ট্রুডোর

ঘটনায় সিরিয়াল কিলারের হাত রয়েছে বলে আশঙ্কা বেরেলির পুলিশের। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘আমরা খুনগুলির মধ্যে যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ আমাদের প্রাথমিক ধারণা যে, খুনের পিছনে একই ব্যক্তি রয়েছে। আমরা ক্রাইম ম্যাপিং করছি, ড্রোন ক্যামেরা ব্যবহার করছি এবং এলাকার সমস্ত গ্রামের প্রধানদের সঙ্গে কথা বলছি।’ তিনি আরও বলেন, আমরা স্থানীয়দের সন্দেহভাজন কোনও ব্যক্তি দেখলে অবিলম্বে পুলিশে খবর দিতে বলেছি।