নয়াদিল্লিঃ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল আমবোঝাই ট্রাক (Truck)। মৃত্যু ৯ শ্রমিকের। আহত কমপক্ষে ১০ জন। রবিবার রাত সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) আন্নামাইয়া জেলার কোডাপ্পা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে রেড্ডি চেরুভু কাট্টা এলাকার পুল্লামপেট্টায়। আম নিয়ে টি ইসুকাপাল্লে থেকে রাজামপেট যাচ্ছিল ট্রাকটি। পথে এই দুর্ঘটনা ঘটে। ভাগ্যরে জোরে বেঁচে গিয়েছেন ট্রাক চালক। এরপর তিনি জানান, উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় ট্রাকটি।
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৯ শ্রমিকের
পুলিশ সূত্রে খবর, আমের উপরেই বসেছিলেন শ্রমিকেরা। দুর্ঘটনার জেরে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা। তাঁরা আন্নামাইয়ার রাইলে কোডুরু এবং তিরুপতির ভেঙ্কটাগিরি এলাকার বাসিন্দা। তাঁদের রাজামপেটা এলাকার একটি বাগান থেকে আম তুলতে নিয়ে যাওয়া হয়েছিল। ট্রাকে মোট ৩০-৪০ টন আম বোঝাই করা হয়েছিল। দুর্ঘটনার সময় ট্রাকটিতে মোট ২১ জন শ্রমিক ছিলেন। আহত শ্রমিকদের উদ্ধার করে রাজামপেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের কুডাপ্পার রিমস হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আমবোঝাই ট্রাক, মৃত্যু ৯ শ্রমিকের
9 Killed As Mango-laden Truck Overturns In Andhra Pradesh's Annamayyahttps://t.co/Xp1LcCKA5f
— ETV Bharat (@ETVBharatEng) July 14, 2025