Elections 2025 (Photo Credit: Twitter@airnews_kolkata)

নয়াদিল্লিঃ সামনেই বিহারে বিধানসভা নির্বাচন(Bihar Assembly Election 2025)। আর তাই এবার বিহারে ভোটারদের পরিচয় যাচাইয়ের কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন(Election Commission)। চলছে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ। আর এই প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৩৫ লক্ষ ভোটারের নাম। কিন্তু কেন?

বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজে হাত লাগাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকায় ১২.৫ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে। তাঁদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গিয়েছে। এছাড়া বিহার ছেড়ে চলে গিয়েছেন ১৭.৫ লক্ষ ভোটার। এই সংখ্যা মোট ভোটারের ২.২ শতাংশ। পাশাপাশি লক্ষ্য করা গিয়েছে, ৫.৫ লক্ষ ভোটারের নাম তালিকায় একবারের জায়গায় দু'বার তোলা হয়েছে। সবমিলিয়ে বাতিল ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লক্ষ। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই ৩৫ লক্ষ ভোটারের নাম। শুধু তাই নয়, আগেই শোনা গিয়েছিল বিহারের ভোটার তালিকায় রয়েছেন বহু বাংলাদেশি ও মায়ানমারের নাগরিকদের নাম। এই অভিযোগ সত্য প্রমাণ হলে তালিকা থেকে বাদ পড়বে তাঁদের নামও। কমিশন সূত্রে খবর,এখনও পর্যন্ত ৬.৬ কোটি ভোটার এনুমারেশন ফর্ম জমা দিয়েছে। যা বিহারের মোট ভোটারের ৮৮.১৮ শতাংশ। ফর্ম জমা দেওয়ার শেষ দিন ২৫ জুলাই। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিহারে ভোটারদের পরিচয় যাচাই করছে নির্বাচন কমিশন, ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৩৫ লক্ষ নাম