নয়াদিল্লি: সপ্তম বেতন কমিশনের (7th pay commission) সুপারিশ (recommendation) অনুযায়ী, সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালায়েন্স (Dearness Allowance) ও ডিয়ারনেস রিলিফ (Dearness Relief) বাড়িয়েছে কেন্দ্র। এবার ১৮ মাস ধরে বকেয়া থাকা ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিএ এরিয়ারস (arrears) খুব তাড়াতাড়ি কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বিষয়ে কোনও চিন্তা না করারও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ১৮ মাসের ডিএ পাঠানোর ব্যবস্থা করছে। দীর্ঘদিন ধরে এই ডিএ-এর জন্য দাবি জানাচ্ছিলেন কর্মীরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে কর্মীদের কাজে গতি আসবে বলেই মনে করা হচ্ছে।
একাধিক সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া ১৮ মাসের ডিএ তিনটি ইনস্টলমেন্টে দেওয়া হবে। করোনা ভাইরাসের কারণে সৃষ্টি হওয়া মহামারির জন্য ২০২০ সালের জানুয়ারি থেকে ২৯২১ সালের জুন মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওই টাকা দেওয়া হয়নি। আরও জানা গেছে, লেভেল-৩ কর্মচারীদের ক্ষেত্রে এই টাকার পরিমাণ হতে পারে ১১,৮৮০ থেকে ৩৭ হাজার ৫৫৪ টাকা অন্যদিকে লেভেল-১৩ অথবা লেভেল-১৪ কর্মচারীদের ক্ষেত্রে এই টাকার পরিমাণ হতে পারে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা পর্যন্ত।