
নয়াদিল্লিঃ কথায় আছে বিপদের সময় যাকে পাশে পাওয়া যায় সেই নাকি 'পরম বন্ধু (Friend)।' জীবনে (Life) চলার পথে দরকারে অনেকসময়ই বন্ধুদের পাশে পাওয়া যায়। মানসিকভাবে কিংবা আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাঁরা। কখনও টাকাপয়সার দরকার হলে সাধারণত সর্বপ্রথম খুব কাছের বন্ধুবান্ধবের কাছেই হাত পাতে মানুষ। প্রয়োজনের সময় টাকা দিয়ে সাহায্য করে থাকেন সেই বন্ধুই। কিন্তু সেই টাকা ক'জন ফেরত পান? এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর রিপোর্ট।
টাকা ধার দিয়ে ফেরত পাননি? রইল সমীক্ষার চাঞ্চল্যকর রিপোর্ট
সম্প্রতি সোশ্যাল মিডিয়া চ্যানেল 'পিউবিটি'-এর তরফে এই বিষয়ে একটি সমীক্ষা করা হয়। এই সমীক্ষায় দেখা গিয়েছে, ১০০ জনের মধ্যে মাত্র ২৭ জন ধার নেওয়া টাকা ফেরত দেন। বাকি ৭৩ জন নানা অজুহাতে ধার নেওয়া টাকা ফেরত দেন না। এই ৭৩ জনের টাকা না ফেরত দেওয়ার পিছনে বেশকিছু সাধারণ অজুহাত থেকে থাকে। সমীক্ষা বলছে, প্রথম প্রথম টাকা চাওয়া হলে তাঁদের সকলের একটাই উত্তর 'মাইনে পেলে দিয়ে দেবো।' অথবা 'কালই টাকা দিয়ে দেবো।' কিন্তু সেই টাকা আর ফেরত আসে না। কিছুদিন পর থেকে মেসেজ দেখা বন্ধ করে দেয় সেই বন্ধু, ফোন বেজে গেলেও আর তোলে না। এভাবেই নষ্ট হয়ে যায় বহু বন্ধুত্ব। এই সমীক্ষার মাধ্যমে জনগণকে সতর্ক করে বলা হয়েছে, খুব বিশ্বস্ত বন্ধু ছাড়া টাকা ধার দেওয়া উচিত নয়। আর দিতেই হলে তার প্রমাণ রাখা আবশ্যক। টাকার জন্য বন্ধুত্ব হারানো মোটেই ভাল বিষয় নয় বলে উল্লেখ করেছে এই সমীক্ষা।
টাকা ধার নিয়ে ফেরত দেয় না কারা? সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর রিপোর্ট
100 में से 73 लोग नहीं लौटाते अपने दोस्तों का पैसा: रिपोर्ट
◆ सिर्फ 27% लोगों को वापिस मिला उनका पैसा
◆ दोस्ती का गलत फायदा उठाते हैं लोग: रिपोर्ट में दावा #Borrow #BorrowMoney || Borrow Money from Friends pic.twitter.com/vNjih5AHDs
— News24 (@news24tvchannel) June 9, 2025