ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের বিতর্কে সরকারি হাসপাতাল(Madhya Pradesh Hospital) সামনে এল মধ্যপ্রদেশের হাসপাতালের বেহাল চিত্র হাসপাতালে নেই স্যালাইনের স্ট্যান্ড অগত্যা অসুস্থ নাতির স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়ে বৃদ্ধা প্রায় আধ ঘণ্টা স্যালাইনের বোতল ধরে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় ৭২ বছরের ওই বৃদ্ধাকে এই ঘটিনা জানাজানি হতেই কাঠগড়ায় হাসপাতাল

সামনে এল মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের বেহাল দশা

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনার সর্দার বল্লভভাই প্যাটেল হাসপাতালে পথ দুর্ঘটনায় আহত হন অশ্বিনী মিশ্র নামে ৩৫ বছরের এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সর্দার বল্লভভাই প্যাটেল হাসপাতালে নিয়ে আসা হয় সঙ্গে সঙ্গে তাঁকে স্যালাইন দেওয়া হয় কিন্তু সেই মুহূর্তে স্যালাইন স্ট্যান্ড না থাকায় স্যালাইনের বোতল হাতে ধরেই দাঁড়িয়ে থাকতে হয় তাঁর ৭২ বছরের ঠাকুমাকে একটা সময়ের পর হাত কাঁপতে শুরু করে বৃদ্ধার কিন্তু তাতেও কেউ সাহায্যের হাত বাড়াননি বলে অভিযোগ রোগীর পরিবারের আরও অভিযোগ, এই চিত্র দেখে নীরব ছিলেন হাসপাতালের কর্মীরা প্রত্যক্ষদর্শী ওই হাসপাতালে উপস্থিত অন্যন্যদের দাবি, হাসপাতালে লাইন বা ড্রিপ স্ট্যান্ডের কোনও অভাব নেই। কিন্তু সেই সময় বৃদ্ধাকে সেই পরিষেবা দিতে এগিয়ে আসেনি কোনও কর্মী এই গোটা ঘটনায় হাসপাতালের কর্মীদের উদাসীনতাকেই দায়ী করছেন তাঁরা

সরকারি হাসপাতলের বেহাল দশা, নেই ড্রিপ, নাতির স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়ে ৭২ বছরের বৃদ্ধা, ভাইরাল ভিডিয়ো