নয়াদিল্লিঃ মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল শিশু। তন্নতন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার তার দিদার বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার শিশুর দেহ। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিকল্পিত খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান।জানা গিয়েছে, মৃত শিশুর নাম হুমেইন সুমাইয়া। বয়স ৭ বছর। তার বাবার নাম মহম্মদ আজিম এবং মায়ের নাম শাবানা বেগম। বাবা-মায়ের সঙ্গে হায়দরাবাদে দিদার বাড়ি বেড়াতে গিয়েছিল সে। সেখান থেকেই উদ্ধার হয় দেহ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মামাবাড়িতে বেড়াতে গিয়ে সব শেষ! জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার শিশুর দেহ
7-Year-Old Girl Found Dead In Hyderabad Water Tank, Hands Tied Behind Backhttps://t.co/KFrxRU08vF pic.twitter.com/7H5t0sKOtI
— NDTV (@ndtv) October 2, 2025