নয়াদিল্লিঃ আনন্দের মুহূর্ত মুহূর্তে বদলে গেল বিষাদে। পিকনিক(Picnic) করতে গিয়ে খালে ভেসে গেলেন ৭ জন। তার মধ্যে একজনকে উদ্ধার করা গিয়েছে। পরে উদ্ধার হয় ২ জনের দেহ। বাকিরা এখনও নিখোঁজ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমাকুরুতে। সেখানেই পিকনিক করতে গিয়েছিলেন ১৫ জন। সেই সময়ই মার্কোনাহাল্লি বাঁধের তীব্র স্রোতে ভেসে যান ৭ জন। প্রত্যক্ষদর্শীদের মতে,আনন্দ করতে জলে নামেন তাঁরা। এরপরই এই বিপত্তি ঘটে। জানা গিয়েছে, মৃত ও নিখোঁজদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরা।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল কর্মীরা।
পিকনিকে গিয়ে জলে ভেসে গেলেন ৭ জন, উদ্ধার ১
ইতিমধ্যেই নওয়াজ নামে এক যুবককে উদ্ধার করে আদিচুঞ্চনগিরির হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাশি। প্রশাসনের দাবি, আচমকা ড্যামে জলস্রোত বেড়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটে। এই ঘটনায় তুমাকুরুর পুলিশ সুপার অশোক কেভি জানিয়েছেন, যাঁরা জলে ভেসে গিয়েছেন তাঁদের মধ্যে একাধিক মহিলা ও শিশু রয়েচজে। ছুটিতে আনন্দ করতে গিয়ে বাঁধের জলে নেমেছিলেন মহিলা ও শিশুসহ সাত জন। সাইফন সিস্টেমে হঠাৎ জল ছেড়ে দেওয়া হয়। এর ফলে শক্তিশালী স্রোত তৈরি হয় তাতেই এই ঘটনা ঘটে।
7 Swept Away, 1 Rescued As Picnic At Karnataka Dam Turns Tragichttps://t.co/TPYGMYLJRF pic.twitter.com/J3YtBZQ6WO
— NDTV (@ndtv) October 8, 2025