Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ এবার খোদ রাজধানীর (Capital) বুক থেকে আটক বাংলাদেশী অনুপ্রবেশকারী (Bangladeshi Migrants)। একজন, দুইজন নয় আটক বহু। সোমবার মোট ৬৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে পুলিশ। এই ৬৬ জনের মধ্যে ২০ জন পুরুষ, ১৬ জন মহিলা এবং ৩০ টি শিশু রয়েছে।পুলিশ সূত্রে খবর, প্রথমে হরিয়ানার নুহ জেলায় বসবাস করতেন তাঁরা। পরে কর্মসূত্রে দিল্লিতে চলে আসেন তাঁরা। এদিন দিল্লির ওয়াজিপুর এবং সবজি মাণ্ডি এলাকা থেকে আটক করা হয় ওই ৬৬ জনকে। ওই এলাকার ইট ভাটায় কাজ করতেন তাঁরা। পাকাপাকিভাবে ওই এলাকাতেই পরিবার নিয়ে থাকছিলেন সেখান থেকেই আটক করা হয় তাঁদের।

স্ত্রী সন্তান নিয়ে পাকাপাকিভাবে বাস, খোদ রাজধানীর বুক থেকে আটক ৬৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী