Mid Day Meal (Photo Credits: PTI)

স্কুলের মিড ডে মিল খেয়ে অসুস্থ অসংখ্য পড়ুয়া। পরীক্ষা করে দেখা যায় ওই মিড ডে মিলের মধ্যে ছিল মৃত গিরগিটির দেহ। আর সেটা না দেখেই বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয় বিশাক্ত খাবার। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা (Dumka) জেলার টোংরা এলাকার একটি সরকারি মাধ্যমিক স্কুলে। জানা যাচ্ছে, কমপক্ষে ৬৫ জন পড়ুয়া এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে। তাঁদের সকলকেই মাসালিয়া হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে খবর। ঘটনার পর ওই পড়ুয়াদের পরিবারের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই স্কুলে প্রতিদিনই মিড ডে মিল দেওয়া হয়। এদিন খাবার খাওয়ার কিছুক্ষণ পররে বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়। ধীরে ধীরে সেই সংখ্যাটা বেড়ে ৬৫ জন হয়ে যায়। সকলেরই বমি ও পেটব্যাথা শুরু হয়। তারপরেই সেই খাবারটি পরীক্ষা করতে গিয়ে উদ্ধার হয় মৃত গিরগিটির দেব। আপাতত গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন। স্কুল কর্তৃপক্ষের চুড়ান্ত গাফিলতির কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ অসুস্থ পড়ুয়াদের অভিভাবকদের।