কলকাতা, ২ জুন: একসঙ্গে ১৬ জন পুলিশকর্মী করোনাকে (Coronavirus) হারিয়ে সুস্থ হয়ে উঠলেন। এখনও পর্যন্ত ১০৬ জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এঁদের মধ্যে রয়েছেন কলকাতার থানা এবং ট্রাফিক পুলিশকর্মী (Kolkata police) এবং সশস্ত্র বাহিনীর সদস্যও। তবে এঁদের মধ্যে ৫৬ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আগে ৪০ জন। সোমবার নতুন করে ১৬ জন একসঙ্গে সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনাভাইরাসে সুস্থ হয়ে ওঠার হার যথেষ্ট আশাজনক, যা কিছুটা হলেও বল যোগাচ্ছে পুলিশ কর্মীদের মনে। আরও পড়ুন: PM Narendra Modi: আনলক ফেজ ওয়ানে অর্থনীতিকে মজবুত করা ও ভারতীয় শিল্প সংস্থাগুলিকে আত্মনির্ভর হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
লকডাউনের পর থেকেই রাস্তায় নেমে দিন-রাত এক করে লড়াই করে চলেছেন পুলিশকর্মীরা। কখনও করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলার কাজ। কখনও আবার ফুটপাতের উপর বসে থাকা অসহায় মানুষের মুখে খাওয়ার তুলে দেওয়া। এভাবেই করোনা-যোদ্ধা হিসেবে ফ্রন্টলাইনে কাজ করে যাচ্ছেন তাঁরা। সম্প্রতি বেশ কয়েকবার পুলিশ কর্মীদের মনে ক্ষোভও দেখা দিয়েছে। পুলিশকর্মীদের যথাযথ সুরক্ষাবিধি না থাকায় একের পর এক পুলিশকর্মী আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। এমনটাই অভিযোগ এনে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
ASI Atul Ch. Das of Garfa P.S, who had tested COVID(+ve) & admitted to hospital on 22.05.2020, has been released today from hospital after recovery.
Wishing him good health.#FightAgainstCorona#WeShallOvercome@CPKolkata @KolkataPolice@KPDetectiveDept pic.twitter.com/dqsmGXuFVL
— DCP JADAVPUR DIV KOLKATA (@KPSouthsubnDiv) June 1, 2020
লালবাজারে কর্তব্যরত পুলিশকর্মীদের সুরক্ষার জন্য গেটের কাছে তৈরি হয়েছে স্যানিটাইজিং টানেল। সেখানে পরিশুদ্ধ হওয়ার পরেই থানার ভিতরে ঢুকতে পারছেন পুলিশকর্মী ও আধিকারিকরা। মোট ১০৬ জন পুলিশ কর্মী এবং অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ৫৬ জন। যা রীতিমত আশার আলো দেখাচ্ছে কর্মরত পুলিশকর্মীদের।