Republic Day Parade 2024: প্রজাতন্ত্র দিবস উদযাপনে থাকছে ৫১টি বিমান, জানালেন উইং কমান্ডার মনীশ
প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

 নয়াদিল্লি: ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস (Republic Day 2024)। হাড় কাঁপানো ঠাণ্ডার মধ্যেও প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। প্রতিদিন নিয়ম করে চলছে সেনাদের মহড়া। আইএএফ-এর উইং কমান্ডার মনীশ (IAF's Wing Commander Manish) শুক্রবার জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ২৯টি যুদ্ধবিমান (Fighter Aircraft), ৮টি পরিবহন এবং ১৩টি হেলিকপ্টার (Helicopters) ও একটি হেরিটেজ বিমান (Heritage Aircraft) সহ মোট ৫১টি বিমান (51 Aircraft) থাকছে।

দেখুন 

 

উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৫ অগস্ট ইংরেজ শাসন থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। সেই দিনটিতে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনও সংবিধান ছিল না। স্বাধীনতার প্রায় আড়াই বছর পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হয়। ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয়। সেই সূত্র ধরেই ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়।