ICG on Cyclone Dana (Photo Credit: X@IndiaCoastGuard)

আজ রাতেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের মাঝে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। তাই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রভাবে স্থলভাগে প্রাণহানি ও সম্পত্তিহানি রুখতে একগুচ্ছ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (ICG)। ঘূর্ণিঝড়ের সাম্প্রতিক পরিস্থিতির ওপর প্রতি মূহুর্তে তারা নজর রাখছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় মৎস্যজীবী ও নাবিকদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে জাহাজ, বিমান এবং রিমোট অপারেটিং স্টেশনগুলিকে দায়িত্ব দিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। যারা সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।

@IndiaCoastGuard Region (North East) has initiated preventive measures ahead of Cyclone 'DANA', expected to make landfall off #WestBengal and #Odisha between 24-25 Oct 24. Our ships, helicopters, and Dornier aircraft are fully prepared for assistance, rescue and relief… pic.twitter.com/1oG45NLzRl

ঘূর্নিঝড়ের পূর্বাভাস ও আপডেট সম্পর্কে স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে আইসিজি।উপকূল রক্ষী বাহিনীর তরফে ঘূর্ণিঝড় ডানার দাপট শেষ না হওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চলে গ্রাম প্রধানদের দ্বারা, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মৎস্যজীবীদের বারংবার সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখতে উপকূল রক্ষীবাহিনীকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।