নয়াদিল্লি: রাজধানীতে ৫০০টি ইলেট্রিক বাস (Electric Buses) চালু হলো। লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা (LG VK Saxena) এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal) নতুন বাসগুলিকে ফ্ল্যাগ অফ (Flag Off) করলেন। বৃহস্পতিবার দিল্লি (Delhi) পরিবহন দফতরের বহরে আরও ৫০০টি ইলেকট্রিক বাস যুক্ত হলো। এখন ডিটিসি বহরে ই-বাসের সংখ্যা দাড়াল ১৪০২টি। দিল্লি হলো প্রথম রাজ্য যেখান থেকে সর্বাধিক সংখ্যক ই-বাস চালানো হচ্ছে। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের আধিকারিকদের মতে, দিল্লিতে দূষণ একটি বড় সমস্যা। ই-বাস পরিচালনার ফলে বায়ু ও শব্দ দূষণ হবে না। এছাড়া যাত্রীদের যাতায়াতও সহজ হবে। দিল্লি হলো দেশের প্রথম রাজ্য যেখানে সর্বাধিক সংখ্যক ই-বাস পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে পরিচালিত হচ্ছে। দিল্লিতে ই-বাসের ১০টি ডিপো রয়েছে।
দেখুন
Delhi LG VK Saxena and CM Arvind Kejriwal flag off 500 new electric buses pic.twitter.com/Xf2WJ6Hm9k
— ANI (@ANI) December 14, 2023
বিনায় কুমার সাক্সেনা বলেন, ‘আজ আমরা যে ৫০০টি বাস ছেড়েছি তা দূষণ কমাতে সাহায্য করবে...‘
দেখুন
#WATCH | Delhi Chief Minister Arvind Kejriwal says, "I am happy that 500 buses have been inducted. I want to congratulate the people of Delhi for this. I want to thank LG Vinai Kumar Saxena for gracing the occasion. Now we have 1,300 electric buses in Delhi..." pic.twitter.com/YgPc7PGaZH
— ANI (@ANI) December 14, 2023