নয়াদিল্লি: রাজস্থানের কালিখাদ গ্রামে (Kalikhad Village) ৩ দিন ধরে বোরওয়েলে আটকে আছে ৫ বছরের আরিয়ান। এনডিআরএফ এবং এসডিআরএফ দল তাকে বাঁচানোর জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১০টি জেসিবি এবং অন্যান্য মেশিন ব্যবহার করা হচ্ছে, পাইলিং মেশিন ও হাইটেক মেশিনের সাহায্যে টানেল তৈরি করে শিশুটিকে বাঁচানোর চেষ্টা চলছে। পাশাপাশি একটি পাইপের মাধ্যমে তাকে অক্সিজেন সরবরাহ করছে। দড়ি ও অন্যান্য সরঞ্জামের সাহায্যে শিশুটিকে বের করার চেষ্টাও চলছে।
সোমবার বিকেল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আরিয়ান খেলতে গিয়ে তার বাড়ির কাছে খোলা বোরওয়েলে পড়ে যায়। তিন বছর আগে এই বোরওয়েল খনন করা হলেও ব্যবহার বন্ধ ছিল। আরিয়ানকে উদ্ধারের সবরকম চেষ্টা চলছে দেখুন-
VIDEO | #Rajasthan: The operation to rescue five-year-old Aryan stuck at 150-feet depth underway in Papada police station area of Dausa district. Aryan fell into the open borewell while playing in an agriculture farm in Kalikhad village on Monday.
The rescue team is digging a… pic.twitter.com/7cNylqCDs2
— Press Trust of India (@PTI_News) December 11, 2024
ক্যাবিনেট মন্ত্রী কিরোরি লাল মীনা গতকাল রাতে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ খতিয়ে দেখেন। মীনা বলেন, উদ্ধার অভিযান অব্যাহত প্রচেষ্টা চলছে। মনে হচ্ছে ২-৩ ঘন্টার মধ্যে বাচ্চাটিকে বের করে আনা সম্ভব হবে। কিন্তু তা এখনও সম্ভব হয়নি।