রেললাইনে পড়ে মৃত্যু ৫ যাত্রীর (ছবিঃX)

নয়াদিল্লিঃ সোমবার অফিস টাইমে ট্রেনে (Train) উপচে পড়া ভিড়। পা রাখার জায়গা নেই কামড়ায়। আর এই ঠেলাঠেলিতে রেললাইনে পড়ে আহত প্রায় ১০ থেকে ১২ জন যাত্রী। মৃত্যু হয়েছে ৫ জনের। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে থানের কাসারার দিকে ছুটছিল একটি লোকাল ট্রেন। সেই ট্রেনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, সোমবার সকালে ওই লোকাল ট্রেনটিতে ব্যাপক ভিড় হয়। কামড়ার পা রাখার জায়গা না পেয়ে গেট ধরে ঝুলছিলেন বহু যাত্রী। ট্রেন চলতে শুরু করলেই ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড়ের চাপে গেট থেকে রেললাইনে পড়ে যান কয়েকজন।

লোকাল ট্রেনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ৫ জনের আহত ১২

সেই সময়ই পাশের লাইন দিয়ে আসছিল পুষ্পক এক্সপ্রেস। আর সেই ট্রেনের তলায় চাপা পড়ে মৃত্যু হয় পাঁচ যাত্রীর। আহত হন কমপক্ষে ১২ জন। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারকেরা। আহতদের উদ্ধার কওরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রেল সূত্রে খবর, এই ধরনের দুর্ঘটনা এড়াতে মুম্বইয়ের লোকাল ট্রেনগুলিতে অটোমেটিক ডোর বসানোর কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। যদিও এই ব্যাপারে রেলের তরফে সরাসরি কিছু জানানো হয়নি।

 অফিস টাইমে ট্রেনে উপচে পড়া ভিড়, গেটে ঝুলতে গিয়ে থেকে রেললাইনে পড়ে মৃত্যু ৫ যাত্রীর, আহত কমপক্ষে ১২