নয়াদিল্লিঃ চাইবাসার (Chaibasa) সরকারি হাসপাতালে বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। থ্যালাসেমিয়ার চিকিৎসায় রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে গিয়ে এইচআইভি (HIV)সংক্রমিত পাঁচ শিশু। হাসপাতালে রক্ত পরীক্ষার পরই ৭ বছর বয়সি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু-সহ কমপক্ষে ৫ জনের শরীরে এইচআইভির নমুনা পাওয়া যায় বলে খবর। এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই রাজ্যের স্বাস্থ্য বিভাগকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে রাঁচি থেকে একটি উচ্চ পর্যায়ের মেডিক্যাল টিম তদন্তের জন্য হাজির হয়েছে।
শুক্রবার এক শিশুর পরিবার চাইবাসা সদর হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। তাঁদের অভিযোগ, হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে এইচআইভি সংক্রামিত রক্ত দেওয়া হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই তদন্তের জন্য ডিরেক্টর অফ হেল্থ সার্ভিস ডঃ দীনেশ কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম পাঠানো হয় ঝাড়খণ্ড সরকারের তরফে। তদন্তে থ্যালাসেমিয়ায় আক্রান্ত আরও চার শিশুর রক্ত পরীক্ষার রিপোর্ট এইচআইভি পজিটিভ আসে। আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট পাঁচ। ওই সমস্ত শিশুরই ওই হাসপাতালে নিয়মিত চিকিৎসা চলত।
ডঃ দীনেশ কুমার জানান, থ্যালাসেমিয়া রোগীদের দূষিত রক্ত দেওয়া হয়েছিল। এছাড়া ব্লাড ব্যাঙ্কে কিছু অসঙ্গতি ধরা পড়েছে। দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। আপাতত চাইবাসা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ককে জরুরি অপারেশন মোডে রাখা হয়েছে।
সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নিয়ে এইচআইভি পজিটিভ ৫ শিশু
झारखंड : चाईबासा सदर अस्पताल में थैलेसीमिया से पीड़ित बच्चों को HIV पॉजिटिव ब्लड चढ़ा दिया गया
◆ 18 अक्टूबर को जांच की गई, तो कुल 5 बच्चे HIV पॉजिटिव पाए गए
◆ हाईकोर्ट के संज्ञान के बाद मामले की जांच शूरू कर की गई थी#Jharkhand | Jharkhand High Court | #HIV pic.twitter.com/0fFHtNalfz
— News24 (@news24tvchannel) October 26, 2025