পালঘর: শুক্রবার সকালে মহারাষ্ট্রে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এমএসআরটিসি - MSRTC) এক আধিকারিক জানিয়েছেন, আজ সকাল ৬.৪৫ নাগাদ ওয়াদা তহসিলের দেশাই গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। কর্পোরেশনের থানে বিভাগীয় নিয়ন্ত্রক বিলাস রাঠোড বলেন, বাসটিতে বহু সংখ্যক স্কুল ও কলেজের ছাত্র ছিল। তবে কেউ গুরুতর আহত হননি"
দেখুন টুইট
47 Students Among 55 Injured As Bus Collides With Truck In Maharashtra https://t.co/R9Y6aq69Af pic.twitter.com/dYSGkV6Du4
— NDTV (@ndtv) September 8, 2023
সূত্রের খবর, চিঞ্চপাদা-ওয়াদা সড়কে বাসটির বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়, বাসটিতে মোট ৭০ জন যাত্রী ছিল। এর মধ্যে ৪৭ শিক্ষার্থীসহ মোট ৫৫ যাত্রী আহত হয়েছেন। তবে কারোই বড় ধরনের কোনও আঘাত হয়নি।