নয়াদিল্লিঃ মদিনায় (Madina) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু ৪৫ জনের। মৃতদের মধে ৪২ জন ভারতীয়। এছাড়া মৃত্যু তালিকায় রয়েছেন একই পরিবারের ১৮ জন ও ৯ জন শিশু। ওমরাহ হজ থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। শনিবার ঘরে ফেরার কথা ছিল সকলের। কিন্তু সে ফেরা আর হল না!
জানা গিয়েছে, ওই পরিবার রামনগরের বাসিন্দা। মৃত্যুর খবর পাওয়ার পর এক আত্মীয় বলেন, "আমার শ্যালক, ভগ্নিপতি, তাঁদের ছেলে, তিন মেয়ে এবং তাদের সন্তানরা মিলে মদিনায় গিয়েছিল। মদিনায় ওঁদের ওমরাহ সম্পন্ন হয়েছে খবর দিয়েছিল। শনিবার বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই সব শেষ হয়ে গেল।"
মদিনায় দুর্ঘটনা, মৃত ৪৫ জন ভারতীয়
এছাড়া এই ঘটনায় হায়দরাবাদের পুলিশ কমিশনার ভিসি সজ্জনার বলেন, "সৌদি আরবে ভারতীয় তীর্থযাত্রীদের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রাথমিক তথ্য অনুসারে, ঘটনার সময় বাসে ৪৬ জন ছিলেন। কেবল একজন বেঁচে গিয়েছেন।" নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। জানা গিয়েছে, ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ মক্কা থেকে মদিনার পথে মুফরিহাটের কাছে ঘটনাটি ঘটে। বিদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় গোটা বাসটিতে। গভীর রাতে যাত্রীরা ঘুমিয়ে থাকায় পালানোর সুযোগ পাননি বলে অনুমান। বাসের ভিতর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ শনাক্তকরণের কাজ শুরু হয়েছে।
হজে গিয়ে মর্মান্তিক পরিণতি, বাসের ভিতর ঝলসে মৃত্যু একই পরিবারের ১৮ জনের, মোট মৃত ৪৫
Another tragic incident that breaks our hearts ❤️
About 42 lives were lost in a bus accident that caught fire while traveling from Mecca to Madinah. Our heartfelt condolences to the families of the victims. 🙏#BusAccident #Mecca #Madina #RestInPeace pic.twitter.com/bumpt97X7H
— Shreyas Sriniwaas (@shreyasmedia) November 17, 2025