নয়াদিল্লি: পাটনায় বাড়ির দেওয়াল ধসে দুর্ঘটনা। পাটনার (Patna) সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) রাজীব মিশ্র জানিয়েছে, পুনপুন (Punpun) এলাকায় একটি বাড়ির দেওয়াল ধসে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানান, এই বাড়িটি শ্রীপালপুর এলাকার নীরজ কুমারের, এদিন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। মিশ্র বলেন, সকালে শুরু হওয়া অনুষ্ঠান অংশ নিতে প্রায় ১০০ জন লোক কুমারের বাড়িতে পৌঁছেছিলেন, যাদের বেশিরভাগই মহিলা।
বাড়ির দেওয়াল ধসে পড়ার ভিডিও
#WATCH | Bihar: Around 40 people injured yesterday, when the wall of a house collapsed on them at a village under Punpun PS area of Patna. They had gathered there for a puja event. The injured are under treatment. pic.twitter.com/vOLNZSBIig
— ANI (@ANI) August 29, 2024
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এসএসপি জানিয়েছেন, গুরুতর আহত কয়েকজনকে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।