নয়াদিল্লিঃ স্কুল (School) থেকে বাড়ি ফিরে গোপনাঙ্গে তীব্র ব্যথা। যন্ত্রণায় কাতরাচ্ছিল চার বছরের শিশু। কিন্তু তার সঙ্গে কী হয়েছে তা ভয়ে বলতে পারেনি সে। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে পরীক্ষা করার পর জানা যায়, যৌন হেনস্থার শিকার সে। ওই স্কুলেরই এক শিক্ষা কর্মীর বিরুদ্ধে শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের একটি বেসরকারি স্কুলে।
স্কুলে যৌন হেনস্থার শিকার চার বছরের শিশু
ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৫ সেপ্টেম্বর। সেদিন ওই শিশুকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন তার ঠাকুমা। স্কুল থেকে ফিরে এসেই ছাত্রী জানায় তার গোপনাঙ্গে যন্ত্রণা হচ্ছে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা জানান, যৌন হেনস্থার শিকার ওই শিশু। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে নেমে জানা যায়, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তের হদিশ পায় পুলিশ। স্কুলের একটি ঘরে ওই শিশু পড়ুয়াকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয় বলে খবর। এটাই প্রথম নাকি আগেও ওই পড়ুয়ার উপর নির্যাতন চালানো হয় তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনা জানাজানি হতে স্বাভাবিকভাবেই অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। ছেলেমেয়ের নিরপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তাঁরা।
স্কুলের যৌন হেনস্থার শিকার চার বছরের পড়ুয়া, গ্রেফতার শিক্ষা কর্মী
4-Year-Old Girl Sexually Assaulted In Mumbai School, 1 Arrestedhttps://t.co/9f91gButDO pic.twitter.com/yxadb4BtrW
— NDTV (@ndtv) September 18, 2025