Septic Tanks (Photo Credit: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ সোনার (Gold) খোঁজে সুরক্ষা ছাড়াই সেপটিক ট্যাঙ্কে (Septic Tank)প্রবেশ। বিষাক্ত গ্যাসে (Toxic Gas) দমবন্ধ হয়ে মৃত্যু চার শ্রমিকের। অসুস্থ আরও চার শ্রমিক। সোমরাত রাতেঁ ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের সীতাপুর। এই এলাকায় অবস্থিত একটি জুয়েলারি জোনে মৃত্যু হয় ওই চার শ্রমিকের। জানা গিয়েছে, ওই কারখানার একটি সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নেমেছিলেন দুই শ্রমিক। প্রায় ১০ ফুট গভীর ট্যাঙ্কে নামেন তাঁরা। অনেকক্ষণ কেটে গেলেও তাঁরা না উঠে আসায় ট্যাঙ্কে নামে আরও দুই শ্রমিক। বিষাক্ত গ্যাসের গন্ধে জ্ঞান হারান চারজনই। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ! মৃত্যু হয় চারজনের। তাঁদের উদ্ধার করতে গিয়ে জ্ঞান হারান আরও চার শ্রমিক।

সোনার কারখানায় দমবন্ধ হয়ে মৃত্যু চার শ্রমিকের

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সাঙ্গানের সদর থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত শ্রমিকেরা উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা। তাঁদের নাম হিমাংশু পাল, সঞ্জীব পাল, অর্পিতা যাদব এবং রোহিত পাল। জানা গিয়েছে, সংস্থায় সোনার গয়না তৈরি হত। অনেক সময়ই কাজ করে গিয়ে সোনার টুকরো এদিক ওদিক দিয়ে বেড়িয়ে যায়। তা গিয়ে জমা হয় সেপটিক ট্যাঙ্কে। আর সেই হারানো সোনার খোঁজেই মাঝেমধ্যে ওই সেপটিক ট্যাঙ্কটি পরিস্কার করা হত। এদিনও তাই করছিলেন শ্রমিকেরা। কিন্তু এই পরিণতি হবে তা আঁচ করতে পারেননি কেউ।

সোনার খোঁজে সেপটিক ট্যাঙ্কে প্রবেশ, বিষাক্ত গ্যাসের গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু ৪ শ্রমিকের