দিল্লিবাসী এক ব্যবসায়ীকে জনসমক্ষে লুঠ করে পালালো একদল দুষ্কৃতি। গত ২০ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে দিল্লি (Delhi) স্টেশন লাগোয়া একটি এলাকায়। জানা যাচ্ছে, ওই দিন ব্যবসায়ী হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়ছিলেন। সঙ্গে ছিল প্রায় ৪ কিলো সোনা। রাস্তাতেই তাঁকে লুঠ করে নিয়ে পালায় ৬ আততায়ী। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার এই ঘটনায় দু'জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাঁদের থেকে উদ্ধার হয়েছে আড়াই কেজি সোনা। যদিও বাকি সোনা উদ্ধার ও ডাকতদলের বাকি সদস্যদের গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে।
পুলিশসূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীর ঘনিষ্ঠ কেউ এই ঘটনায় যুক্ত আছে। না হলে নির্দিষ্ট লোকেশানে নির্দিষ্ট সময়ে ওই ব্যক্তিকে লুঠ করার জন্য এত স্বচ্ছভাবে পরিকল্পনা করা সহজ নয়। তাই গ্রেফতার হওয়া অভিযুক্তদের নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার যে মাস্টারমাইবন্ড তাঁর নাম পরিচয় জানা গিয়েছে। খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে বলে দাবি করছে দিল্লি পুলিশ।
#WATCH | Delhi: Manoj Kumar Meena, DCP North says, " On 20th September, around 4kg gold was stolen...there were 3 bags with gold ornaments which were stolen by few people who came on scooty. We registered an FIR and probe started...we also used technical intelligence...the… pic.twitter.com/EsIGEYawCy
— ANI (@ANI) October 1, 2024
অন্যদিকে উদ্ধার হওয়া সোনা ইতিমধ্যেই ব্যবসায়ীর হাতে তুলে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে বাকি সোনা উদ্ধার করার জন্য একটি টিম গঠন করেছেন তদন্তকারী আধিকারিকরা। ফলে বাকি অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে আশাবাদী পুলিশ। পাশাপাশি ব্যবসায়ীর ঘনিষ্ঠ কে বা কারা তাঁর যাত্রার বিষয়ে জানত এবং এই এই তথ্য দুষ্কৃতিদের মধ্যে ছড়িয়েছে তাঁর বিষয়েও জানার চেষ্টা করছে পুলিশ।