Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)মর্মান্তিক ঘটনা। গাড়ির (Car) মধ্যে শ্বাসরোধ হয়ে মৃত্যু চার শিশুর। গ্রামের এক বিয়েবাড়ির (Wedding) অনুষ্ঠানে এসে এই পরিণতি হয় ওই চার শিশুর। খেলতে খেলতে গাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়ায় এই বিপত্তি। মৃত শিশুদের বয়স ৬ থেকে ৮-এর মধ্যে। রবিবার, এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রামের দ্বারপুডিতে। পুলিশ জানিয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন একটি গাড়ির মধ্যে উঠে পড়ে ওই চার শিশু। খেলার ছলে গাড়ির দরজা লক করে ফেলে তারা। এরপর গাড়ির মধ্যেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাদের।

বিয়েবাড়িতে মর্মান্তিক ঘটনা, মৃত্যু চার শিশুর

ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন অন্ধ্রপ্রদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ দপ্তরের মন্ত্রী কোন্ডাপল্লি শ্রীনিবাস। মৃত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। জানা গিয়েছে, মৃত শিশুদের মধ্যে একজন বালক ও তিনজন বালিকা। বিয়েবাড়ির সকালে খেলছিল ওই চার শিশু। খেলতে খেলতে পার্ক করা একটি গাড়িতে উঠে পড়ে তারা। এরপর কোনওভাবে গাড়ির দরজা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে আটকে পড়ে তারা। এরপর তাদের খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে ওই বন্ধ গাড়ির মধ্য থেকে উদ্ধার করা হয় ওই চার শিশুকে। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

বিয়েবাড়িতে খেলতে গিয়ে বিপত্তি, বন্ধ গাড়িতে আটকে শ্বাসরোধ হয়ে মৃত্যু চার শিশুর