Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দেশজুড়ে যখন চর্চায় রাজা রঘুবংশী হত্যাকাণ্ড(Raja Raghuvanshi Murder Case), তখন ঝাড়খণ্ডে (Jharkhand) ফের স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ। বিয়ের মাত্র ৩৬ দিনের মাথায় স্বামীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। খুনের দায়ে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুনীতা। মাত্র ৩৬ দিন আগে ঝাড়খণ্ডের গারওয়ার বোহোকুন্দার বাসিন্দা বুদ্ধনাথ সিং-এর সঙ্গে বিয়ে হয় সুনীতার। বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। বিয়ের কয়েকদিনের মাথায় নিজের বাবার বাড়িতে চলে যান সুনীতা। জানান, স্বামী বুদ্ধনাথকে পছন্দ না তার। তাই তাঁর সঙ্গে সংসার করতে রাজি নয় সে। এরপর দু'পক্ষের অভিভাবকদের চেষ্টায় বিয়েটা টিকে যায়। গ্রাম পঞ্চায়েতে সিদ্ধান্ত হয় স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি ফিরে যাবে সুনীতা। সেই মতোই গত ৫ জুন বুদ্ধনাথের সঙ্গে শ্বশুরবাড়ি ফেরে সুনীতা।

স্বামীর খাবারে বিষ মিশিয়ে খুন, গ্রেফতার স্ত্রী

এরপরই গত ১৪ জুন স্বামীর সঙ্গে কেনাকাটা করতে বাজারে যায় সে। গাছে সার দিতে হবে বলে স্বামীকে দিয়ে জোর করে কীটনাশক কেনায় সে। বাড়িতে এসে স্বামীর খাবারে সেই কীটানাশক মেশায় সে। বিষ মেশানো খাবার খেয়ে মৃত্যু হয় বুদ্ধনাথের। এরপরই পুলিশের দ্বারস্থ হন নিহতের মা। পুলিশকে তিনি জানান, সুনীতাই খুন করেছে তাঁর ছেলেকে। এরপর তদন্তে নেমে উপযুক্ত তথ্যপ্রমাণের সঙ্গে সুনীতাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে সুনীতা। আপাতত পুলিশি হেফজতে রয়েছে সে।

বিয়ের মাত্র ৩৬ দিনের মাথায় স্বামীকে বিষ খাইয়ে খুন, গ্রেফতার স্ত্রী