Representational Image (Photo Credits: File Photo)

নয়াদিল্লি: উত্তর প্রদেশের (Uttar Pradesh) বান্দায় ৩ বছরের শিশু কন্যাকে অপহরণ করে ধর্ষণের (Rape) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর সামনে আসতেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তৎপর হয়ে থানা চিল্লা, পালানি এবং এসওজি-র যৌথ পুলিশ দল দ্রুত পদক্ষেপ নেয়, পুলিশ এনকাউন্টারে (Encounter) অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করেছে। এনকাউন্টারে অভিযুক্তের পায়ে গুলি লাগে। আরও পড়ুন: Madrasa Teacher Arrested For Rape: শিক্ষকতার নামে ডেকে এনে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর, গ্রেফতার

সূত্রে খবর, মঙ্গলবার রাত ৯টার দিকে থানা চিল্লা খবর পায় যে বিকাল ৪টা থেকে তিন বছরের একটি মেয়ে বাড়ি থেকে নিখোঁজ। পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা নথিভুক্ত করে এবং মেয়েটিকে খুঁজতে দল গঠন করে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে একজন ব্যক্তি মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ করে জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে। পুলিশ তৎক্ষণাৎ তল্লাশি অভিযান শুরু করে এবং রাত ২টার দিকে জঙ্গল থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। তাকে দ্রুত স্থানীয় মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, সেখানে তার চিকিৎসা চলছে।