পাতিয়ালা, ২৮ ডিসেম্বরঃ বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার সকাল ১০ টা নাগাত পাঞ্জাবের কিরাতপুর সাহিব এলাকার রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশ। তালিবান সিদ্ধান্তের প্রতিবাদে লাইভ টেলিভিশনে ডিপ্লোমা শংসাপত্র ছিঁড়ে ফেললেন অধ্যাপক, দেখুন
রেল পুলিশ সূত্রে খবর, শিশুটির নাম খুশি। বয়স ৩। বাবার সঙ্গে রেললাইন পার হতে গিয়েই নির্মম পরিণতির শিকার হয় একরত্তি। বাবা রেললাইন পার করে ফেললেও ব্যর্থ হয় মেয়ে। ট্রেন আসছে তা বুঝে ওঠার আগেই সব শেষ। ট্রেনে চাপা পড়ে বছর তিনের খুশি। পুলিশ এও জানিয়েছে, ট্রেনের চালক তিন বার হর্ন বাজিয়েছিলেন কিন্তু দ্রুতগামী এই ট্রেন থামাতে ব্যর্থ হন চালক। বন্দে ভারত এক্সপ্রেসে চাপা পড়ল তিন বছরের খুশি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একরত্তির। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। বাংলার হাইওয়েতে পাওয়া গেল ঝাড়খন্ডের অভিনেত্রীর মৃতদেহ, দেহে গুলির চিহ্ন
বন্দে ভারত এক্সপ্রেস দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন। একেবারে দেশিয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এক্সপ্রেস ট্রেনটির যাবতীয় সরঞ্জাম। এই ট্রেনের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার থেকে ১৮০ কিলোমিটার।