প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ সিয়াচেনে (Siachen) আচমকা ভয়াবহ তুষারধস(Avalanche)। সেনা ছাউনিতে আছড়ে পড়ল বরফের চাঁই। দুর্ঘটনায় মৃত্যু তিন সেনা জওয়ানের। মৃত জওয়ানদের মধ্যে দু'জন অগ্নিবীর বলে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকার্য। সূত্রের খবর, আচমকাই সেনা ছাউনিতে আছড়ে পড়ে তুষারঝড়। আর এই ঝড় চলাকালীন আচমকা ধস নামে। তুষারধসে চাপা পড়ে যান কর্মরত কয়েকজন জওয়ান। খবর পেয়ে সেনার তরফে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় তিন জওয়ানের।  মৃত জওয়ানদের মধ্যে এক জন গুজরাত এবং বাকি দু’জন উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। পাঁচ ঘণ্টা ধরে ধসের নীচে চাপা পড়েছিলেন তাঁরা।

উল্লেখ্য, হিমালয়ের কারাকোরাম রেঞ্জের ২০ ফুট উঁচুতে অবস্থিত এই সিয়াচেন হিমবাহ। এই হিমাবাহ-সংলগ্ন অঞ্চলে প্রায়ই তুষারধস নামে। শীতকালে এখানকার তাপমাত্রা নেমে যায় মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে।  অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার নিত্যদিন প্রাণ হাতে এখানে টহলদারি চালান সেনা জওয়ানরা।

সিয়াচেনে আচমকা তুষারধস, বরফে চাপা পড়ে মৃত্যু ৩ সেনা জওয়ানের