Agra Road Accident: জাতীয় সড়কে দুর্ঘটনায় নিহত ৩, আহত আরও অনেকে
প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

আগ্রা: মঙ্গলবার সন্ধ্যায় আগ্রায় জাতীয় সড়ক ১৯ (National Highway-19)-এ একটি দ্রুতগামী ক্যান্টার বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। পুলিশ সূত্রে খবর, এতে তিনজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের এসএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন: Child Drives Mahindra Thar: বেঙ্গালুরুর যানজটে গাড়ির স্টিয়ারিং শিশুর হাতে, গাড়ি আটক করে জরিমানা পুলিশের (দেখুন ভিডিও)

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ক্যান্টার ট্রাকটির সঙ্গে অন্তত ছয়টি গাড়ির ধাক্কা লাগে, এবং ৮-১০ জন আহত হয়েছেণ। ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে।

দেখুন 

আগ্রা সিটির ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) সুরজ কুমার রাই জানিয়েছেন, ক্যান্টার চালককে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটি উদ্ধার করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।