আতঙ্কের স্মৃতি এখনও মুছে যায়নি মুম্বই তথা গোটা দেশবাসীর মন থেকে। ২৬/১১-র সেই স্মৃতি এখনও তরতাজা সকলের মনে। ২০০৮ সালের ২৬ নভেম্বরের সন্ত্রাসী হামলা কেড়ে নিয়েছিল ১৬৬ জনের প্রাণ। পাকিস্তানি জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই। ২৬/১১ হামলায় নিহতদের বুধবার স্মরণ করল মুম্বই তথা গোটা দেশ। এদিন সকালে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, মন্ত্রী আশিস শেলার, মঙ্গল প্রভাত লোধা প্রমুখ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এর শ্রদ্ধার্ঘ্য-
🔸CM Devendra Fadnavis humbly offered floral tributes at Martyrs' Memorial to our heroes - police & army personnel who sacrificed their lives on 26/11/2008 during the ghastly Mumbai Terror Attack and saluted their courage at the Mumbai Police Commissionerate.
Assembly Speaker… pic.twitter.com/bT6l6xAgNE
— CMO Maharashtra (@CMOMaharashtra) November 26, 2025
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর আরব সাগর দিয়ে মুম্বইয়ে ঢুকে পড়েছিল লস্কর-ই-তৈবা (এলইটি)-র সন্ত্রাসবাদীরা। বাণিজ্যনগরীর বিভিন্ন জায়গায় হামলা চালায় তারা। এলোপাথাড়ি গুলি আর বিস্ফোরণে মৃত্যু হয় ১৬৬ জনের। নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় ৯ জঙ্গির। একমাত্র জীবিত অবস্থার ধরা পড়েছিল জঙ্গি আজমল কাসভ, কাসভের ফাঁসি হয়েছে ২০১২ সালের ২১ নভেম্বর।
Today is the 17th Anniversary of the wretched terror attack that wrecked Mumbai for 4 days
It's bloody memories still linger along with the steely resolve of Shri Tukaram Omble and along with so many Martyrs
Jai hind 🇮🇳
— Major Sammer Pal Toorr (Infantry Combat Veteran) (@samartoor3086) November 25, 2025
17 years of 26/11: Remembering horrors of Mumbai terror attack
Read @ANI story |https://t.co/SDRdmeJNBJ#2611attack #MumbaiTerrorAttack #2008attack pic.twitter.com/qiCV6zRGDa
— ANI Digital (@ani_digital) November 26, 2025