BJP national spokesperson Sambit Patra (Photo Credits: ANI)

Congress Bank Accounts Frozen: ভোটের মুখে কংগ্রেসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপি সরকারের বিরুদ্ধে গণতন্ত্রে আঘাত হানার অভিযোগ তুলেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।কংগ্রেসের অভিযোগ, লোকসভা নির্বাচনে দলকে 'পঙ্গু' করে দেওয়ার লক্ষ্যে মোদী সরকার এমন ছক সাজিয়েছে। এবার পালটা সাংবাদিক বৈঠক ডাকল বিজেপি। দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলে সরব হয়েছেন। জানালেন, ভারতীয় আইনে কেউ কর ফাঁকি দিলে তাঁর সঙ্গে যেমন আচরণ করা হয় কংগ্রেসের সঙ্গেও তেমন আচরণ করা হয়েছে। কিন্তু গান্ধী পরিবার ভেবেছিল, তাঁরা দিনের পর দিন কর ফাঁকি দিয়ে যাবেন অথচ তাঁদের বিরুদ্ধে দেশের আইন মেনে কোন ব্যবস্থা নেওয়া হবে না। তবে নরেন্দ্র মোদী জামানায় সে গুড়ে বালি'।

তাঁর আরও সংযোজন, 'আপনি গান্ধী পরিবারের কেউ হন কিংবা কোন আমজনতা, কর ফাঁকির অভিযোগে সকলের বিরুদ্ধে সমান ব্যবস্থা নেওয়া হবে'। তিনি দাবি করেন, কেবল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টই 'ফ্রিজ' হয়নি। 'ফ্রিজ' হয়েছে গোটা কংগ্রেস দলটাই।

শুনুন কী বললেন বিজেপির জাতীয় মুখপাত্র... 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে সম্বিত আরও বলেন, ওই মানুষটা প্রতিদিন ভোর ৪টের সময়ে উঠে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচারে পৌঁছে যাচ্ছে। আমাদের এক-দুদিন ভোরে ঘুম থেকে উঠতে কষ্ট হয় আর মোদীজি রোজ উঠছেন। সারাদিন সভা সমিতি করে বিকেল ৪টের মধ্যে কার্যালয়ে ফিরে ফের বৈঠকে বসছেন'। সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন, 'এত কিছুর পরে আপনাদের কি মনে হয় কে জিতবে'।