নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) তোলপাড়। একসঙ্গে ফিনাইল (Phenyl) খেয়ে হাসপাতালে ২৫ জন রূপান্তরকামী। বর্তমানে ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হাসপাতালে ভর্তি তাঁরা। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় মহারাজা যশবন্ত রাও হাসপাতালের সুপার বসন্তকুমার নিঙ্গওয়াল বলেন, "ট্রান্সজেন্ডার কমিউনিটির ২৫ জন আমাদের হাসপাতালে ভর্তি আছেন। তাঁরা একসঙ্গে ফিনাইল খেয়ে নিয়েছেন বলে নিশ্চিত করা গিয়েছে। চিকিৎসা চলছে। কী কারণে এই ঘটনা ঘটেছে এখনই কিছু বলা যাচ্ছে না।" অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে কোনও একটি বিষয়ে বিরোধ থেকে অশান্তি হয়। আর তার জেরেই এই ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনায় ইন্দোর পুলিশের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রাজেশ দণ্ডটিয়াব জানান, গোটা ঘটনার তদন্ত চলছে। চিকিৎসাধীনরা একটু সুস্থ হলেই হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে আসলে কী হয়েছে তা জানার চেষ্টা করবে পুলিশ। অন্যদিকে অসুস্থদের সঙ্গে সম্পর্কিত এই সম্প্রদায়ের বেশকিছু নারীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁদের সঙ্গে কথা বলে ঘটনার কার্যকারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।
ফিনাইল খেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই ২৫ রূপান্তরকামীর
#Watch | 25 Transgender Persons Consume 'Phenyl' In Madhya Pradesh, Hospitalisedhttps://t.co/CJbZpNzPXD pic.twitter.com/Mpt4jPc8mi
— NDTV (@ndtv) October 16, 2025