নয়াদিল্লি: অসমের (Assam) তিনসুকিয়ায় মানব পাচারকারীদের (Human Traffickers) হাত থেকে ২৪ জন মহিলা এবং ৩ জন নাবালিকা মেয়েকে উদ্ধার করা হয়েছে। এই চক্রের ৪ জনকে আটক করা হয়েছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এবং সরকারি রেলওয়ে পুলিশ (GRP) যৌথভাবে এই অভিযানটি চালায়। নিয়োগ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত ২৭ জনের মধ্যে মাত্র একজনের কাছে বৈধ নথিপত্র ছিল, যা উদ্বেগ প্রকাশ করে যে বাকি ২৬ জন পাচারের শিকার।
সূত্রে খবর, কর্মকর্তারা S-1 কোচের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, কোয়েম্বাটোরে অবস্থিত রথিনাম আরুমুগান রিসার্চ অ্যান্ড এডুকেশনাল ফাউন্ডেশন নামে একটি সংস্থা চাকরি দেওয়ার নামে মেয়েদের তামিলনাড়ুর তিরুপুরে নিয়ে যাওয়া হচ্ছে।