Chhattisgarh Cylinder Blast: বেসরকারি স্কুলে হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২৩ শিক্ষার্থী
Visual from the spot (Photo Credit: ANI)

ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরের একটি বেসরকারী স্কুলে গতকাল দুপুর আড়াইটা নাগাদ গ্যাস বেলুন ফোলানর সময় একটি হিলিয়াম গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরণ (Helium Gas Cylinder Explodes) ঘটে। এসপি সুনীল শর্মা বলেন, ‘ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে জেলা কালেক্টর এবং পুলিশ টিম অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছই। বাচ্চাদের দ্রুত জেলা হাসপাতালে চেক-আপের জন্য নিয়ে যাওয়া হয়। এতে তিনজন শিক্ষার্থী গুরতর আহত হয়েছে, ঘটনায় প্রায় ২৩ জন শিশু আহত হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থল সিল করা হয়েছে।’ ঘটনাটি ঘটেছে স্বামী বিবেকানন্দ বিদ্যা নিকেতন স্কুলে।

দেখুন