নয়দিল্লিঃ বিজেপি (BJP) শাসিত ওড়িশায় (Odisha) ফের গণধর্ষণের (Gang Rape) ঘটনা। এবার ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ। চাকরির টোপ দিয়ে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার ২। ঘটনার পর থেকেই পলাতক ৩। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জানা গিয়েছে, গত শুক্রবার ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। চাকরির টোপ দিয়ে ওই তরুণীকে গাড়িতে তোলে দুই যুবক। এরপর সেখান থেকে ৮০ কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেই গড়িতেই মাঝপথে উঠে পড়ে আরও ৩ জন লোক। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়। এরপর চলন্ত গাড়ি থেকে রাস্তাতেই নির্যাতিতাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দু'জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিনজনের খোঁজ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
ফের শিরোনামে ওড়িশা, চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণের ঘটনা, গ্রেফতার ২
A 22-year-old woman was allegedly gang-raped by five men in Odisha’s Mayurbhanj district, police said. The crime occurred Friday evening after two acquaintances lured her into a car from Bangiriposi area on the pretext of a job offer.#Mayurbhanj #Odisha pic.twitter.com/AszhRX40St
— Orissa POST Live (@OrissaPOSTLive) August 31, 2025