প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ ওষুধের (Medicine) দাম নিয়ে বচসা। আর সেই বিবাদ চরমে পৌঁছতেই ধারালো অস্ত্রের কোপে চিড়ে দেওয়া হল আইনের ছাত্রের পেট। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল কানপুরে(Kanpur)। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কানপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আইনের ছাত্র অভিজিৎ সিং চান্দেলের সঙ্গে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, স্থানীয় একটি দোকান থেকে ওষুধ কেনা নিয়ে দোকানের কর্মীর সঙ্গে তর্ক শুরু হয় তাঁর। পরিস্থিতি উত্তপ্ত হতেই অমর সিং নামে ওই দোকান কর্মীর সঙ্গে যোগ দেন বিজয় সিং, প্রিন্স রাজ শ্রীবাস্তব ও নিখিল নামে চার ব্যক্তি। সকলে মিলে অভিজিতের উপর চড়াও হয় তারা। প্রথমে ওই ছাত্রের মাথায় আঘাত করা হয়। আঘাতের চোটে মাটিতে লুটিয়ে পড়েন অভিজিৎ। এরপরই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেটে আঘাত করে। বাঁচার জন্য চিৎকার করেন অভিজিৎ। এমনসময় হামলাকারীরা তাঁর আঙুল কেটে দেন। অভিজিতের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালায় হামলাকারীরা। এরপর স্থানীয়রাই অভিজিৎকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার ২ অভিযুক্ত। এখনও অধরা বাকি অভিযুক্তরা।

বচসার জেরে ছাত্রের পেটে ছুরির কোপ, কেটে দেওয়া হল হাতের আঙুল