Durga Puja. (Photo Credits: X)

When is Durga Puja in 2025 : দেখতে দেখতে এবারের দুর্গাপুজো (Durga Puja 2024)-টা শেষ হয়ে গেল। তবে বাঙালীর কাছে একটা দুর্গাপুজো শেষ মানেই, আগামী বছরের প্রতীক্ষা শুরু। আর গণেশ পুজো একেবারে অগাস্ট মাসে। পুজো আগে পড়লেই সবার আশঙ্কা থাকে বৃষ্টির। এবারও বৃষ্টির আশঙ্কা ছিল। তবে এ বছর শহর কলকাতায় বৃষ্টি পুজোয় বাধা হয়ে দাঁড়ায়নি। পুজোয় এবার বেশ ভাল ভিড় হওয়ার পিছনে ভাল আবহাওয়ার একটা বড় ভূমিকা ছিল।

আগামী বছর দুর্গাপুজোর মহাষষ্ঠী পড়েছে ২৮ সেপ্টেম্বর। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর তারিখগুলি হল যথাক্রমে ২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে পড়েছে দশমী। কোজাগরী লক্ষ্মীপুজো হবে ৬ অক্টোবর। এরপর ২১ অক্টোবর হবে কালীপুজো। ২৬ অগাস্ট গণেশ পুজো দিয়ে পুজোর মরসুম শুরু হবে। বিশ্বকর্মা পুজোর দিন চারেক পরেই মহালয়া। পুজোর বাজার তাই আগেই শুরু হয়ে যাবে।

এক নজরে আগামী বছর দুর্গাপুজোর সূচি

ষষ্ঠী- ২৮ সেপ্টেম্বর, রবিবার

সপ্তমী- ২৯ সেপ্টেম্বর, সোমবার 

অষ্টমী- ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার

নবমী- ১ অক্টোবর, বুধবার

দশমী-২ অক্টোবর, সোমবার

লক্ষ্মীপুজো- ৬ অক্টোবর

কালীপুজো-২১ অক্টোবর

গণেশ পুজো- ২৬ অগাস্ট

বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর

মহালয়া- ২১ সেপ্টেম্বর।