Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ এবার নাবালক (Minor) পড়ুয়ার সঙ্গে জোর করে যৌন সঙ্গম (Sex) করার অভিযোগে গ্রেফতার মাদ্রাসার (Madrasa) পড়ুয়া। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) আপলোড করা হত বলেও অভিযজোগ।ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের ফোন থেকে উদ্ধার ৩০ থেকে ৪০ টি পর্ণ ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদপুরে। অভিজুক্তের নাম নবি হাসান। ফরিদপুর থানার অন্তর্গত পিপ্রাথ্রা গ্রামের বাসিন্দা। নবির বয়স ২০।

 যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার মাদ্রাসা পড়ুয়া

পুলিশ সূত্রে খবর, গ্রামের মাদ্রাসাতেই পড়ে সে। সেখানেই পড়ত ১৩ বছরের এক নাবালক। তার সঙ্গেই জোর করে যৌন সঙ্গম করত নবি। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে পরে তা ইনস্টাগ্রামে পোস্ট করত দে। একদিন নয়, বিগত কয়েকমাস ধরে লাগাতার  এই অত্যাচার চলে বলে অভিযোগ। মুখ বন্ধ রাখার জন্য ওই নাবালককে নানাভাবে হুমকিও দেওয়া হত বলেও জানা গিয়েছে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিত নাবালকের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে নবিকে গ্রেফতার করা হয়। তার ফোন থেকে প্রায় ৪০ টি পর্ণ ভিডিয়ো উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

 নাবলকের সঙ্গে জোর করে যৌন সঙ্গম, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে গ্রেফতার মাদ্রাসা পড়ুয়া