নয়াদিল্লি: অসমের (Assam) ২০ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করল যুবক ও তার বন্ধু। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, সে তাঁর বড় বোনের কাছে গঙ্গানগর (রাজস্থান) এসেছিল। তিন দিন আগে তিনি ট্রেনে করে দিল্লি রেল স্টেশনে পৌঁছেছিলেন। সেখান থেকে তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে কেরালার ট্রেন ধরতে হয়। এই সময় মনোজ গায়কওয়াড় দিল্লিতে তাঁর সঙ্গে বন্ধুত্ব করেন। তিনি জানান, তিনিও কেরালা যাচ্ছেন। তরুণী আরও বলেন, টিকিট কেটে ট্রেনে উঠলাম। এর পরে, আমরা আগ্রার ক্যান্ট রেলওয়ে স্টেশনে নেমে পড়ি। মনোজ বলল যে সে তাঁকে বিয়ে করতে চায়।
এরপর যুবক তাঁকে ভালড়া গ্রামে তার বন্ধু কানহার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরদিন বন্ধু কানহাও তাঁকে ধর্ষণ করে। এর পরে এক মহিলার সাহায্যে ভুক্তভুগী পুলিশের কাছে পৌঁছান। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মনোজ গায়কওয়াড় ও কানহাকে গ্রেফতার করেছে পুলিশ।