Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ প্রায় ৪৯.৪২ কোটি টাকার ভুয়ো মদ চালান(Fake Liquor Challan)। অবশেষে নফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) জালে দুই অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ইডি সূত্রে খবর, ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের ইন্দোরের রাওজি থানায় দায়ের হওয়া একটি এফআইআর থেকে। ওই অভিযোগপত্রে কয়েকজন মদ ব্যবসায়ীর বিরুদ্ধে ৪৮.৪২ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তোলা হয়। এই ঘটনার তদন্তে নেমে সরকারের কোষাগারে জমা দেওয়া চালানে কারচুপি দেখা দেয়।

জানা গিয়েছে, সরকারি চালানে পেন চালিয়ে বড় অঙ্ক বসিয়ে নেওয়া হয়। সেই সব ভুয়ো চালানগুলিই সরকারি নথি হিসেবে ব্যবহার করা হত। শুধু তাই নয়, বেআইনি 'নো অবজেকশন সার্টিফিকেট' ও নতুন মদের লাইসেন্সও বের করা হত এই সমস্ত ভুয়ো নথি দেখিয়ে।

এই ঘটনার মূল দুই মাস্টারমাইন্ড বলা চলে ব্যবসায়ী আনশ ত্রিবেদী ও রাজু যশবন্ত। তদন্তে নেমে তাঁদেরই প্রথম আটক করে ইডি। সোমবার এই দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হলে আগামী বুধবার পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

সরকারি চালানে কারচুপি, প্রায় ৪৯ কোটি টাকার কেলেঙ্কারি, গ্রেফতার ২ মাস্টারমাইন্ড