১৯৯৮ সালে রাজনৈতিক শত্রুতার কারণে নৃশংসভাবে হত্যা করা হয় বিহারের প্রাক্তন মন্ত্রী তথা আরজেডি নেতা ব্রিজ ভূষণ প্রসাদকে। এই খুনের ঘটনায় ২৫ বছর বাদে সাজা শোনাল পাটনা হাইকোর্ট (Patna High Court)। জানা যাচ্ছে, খুনের ঘটনায় যাবৎজীবন কারাদণ্ড হল প্রাক্তন বিধায়ক মুন্না শুক্লা। সেই সঙ্গে মন্টু তিওয়ারিকেও যাবৎজীবনের নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব খান্না, সঞ্জয় কুমার ও আর মাধবনের বেঞ্চ। অভিযুক্তদের আগামী ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ হওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। যদিও এই মামলায় বাকি ৬ অভিযুক্তকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, ব্রিজ ভূষণের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা ছিল বিহার পিপলস পার্টির নেতা আনন্দ মোহন সিং ওরফে ছোটা শুক্লার। এই শত্রুতার কারণেই প্রকাশ্য দিবালোকে একদল দুষ্কৃতি গাড়ি করে এসে পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সামনে এসে গুলি করে দিয়ে যায়। এই ঘটনায় ছোটা শুক্লা. মুন্না শুক্লা ও মন্টু তিওয়ারি সরাসরি যোগসূত্র পাওয়া যায়। পরে অবশ্য ছোটা শুক্লা মারাও যান।