প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: দিল্লিতে কিছুদিন আগে কয়েকজন স্কুল ছাত্রদের (School Students) মধ্যে ঝগড়া হয়, ঝামেলা এতটাই বেড়ে যায় যে ছাত্রদের মধ্যে মারামারি শুরু হয়। এই ঘটনায় ১৭ বছর বয়সী একটি ছেলে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব দিল্লির ভজনপুরা এলাকায়। পুলিশ এই ঘটনায় এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, ১২ ডিসেম্বর পড়ুয়াদের মধ্যে ঝামেলার পরে, ১৫ ডিসেম্বর বিকেল ৫ টায় ভজনপুরার ডি ব্লকের কাছে একদল ছাত্র ওই ১৭ বছর বয়সী ছেলেটিকে মারধর করে। মারামারির পর দুই গ্রুপের মধ্যে সমঝোতা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী ছেলেটি নিজের বাড়িতে ফিরে আসে। আরও পড়ুন: Delhi : দিল্লিতে পাথর দিয়ে থেতলে ১ ব্যক্তিকে খুন, গ্রেফতার ২

পুলিশ সূত্রে খবর, ২৩ ডিসেম্বর হঠাৎ করেই ছেলেটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর পরে পড়ুয়ার পরিবার তাকে জিটিবি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে আরএমএল রেফার করা হয়। ২৩ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।