প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

দুর্গা বিসর্জনে (Durga Immersion) বিপত্তি পুকুরে পা পিছলে মৃত্যু ১৬ বছরের নাবালককে ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অযোধ্যার বিকাপুর তহসিলের অন্তর্গত সালহিপুর পারসিপুর গ্রামে মৃতের নাম সন্দীপ সালহিপুর পারসিপুর গ্রামেরই বাসিন্দা সে বৃহস্পতিবার পরিবারের সঙ্গে দুর্গা বিসর্জন দেখতে গিয়েছিল সে সেই সময়ই পা পিছলে পুকুরে পড়ে যায় সন্দীপ জলে ডুবে মৃত্যু হয় তাঁর খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ পুকুরে নামানো হয় ডুবুরি পাঁচ ঘণ্টা তল্লাশির পর উদ্ধার হয় সন্দীপের দেহ এই ঘটনায় অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ সিংহ বলেন, "দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহটি" কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ

উল্লেখ্য, দশমীর রাতে  মধ্যপ্রদেশে ঘটে গিয়েছে এই ধরনের একটি ঘটনা এদিন মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার পান্ধনায় দুর্গা বিসর্জনে ট্রাক্টর ট্রলি উল্টে ১৩ জনের মৃত্যু। মৃতদের মধ্যে বেশিরভাগই নাবালক-নাবালিকা দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মৃতদেহগুলি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়া মৃতদেহ পরিবার পিছু ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন

 দুর্গা বিসর্জনে বিপত্তি, পুকুরে পা পিছলে পড়ে মৃত্যু নাবালকের