![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/11/Crime-380x214.jpg)
নয়াদিল্লি: নয়ডার (Greater Noida) কোতোয়ালি বিটা এলাকায় এক রেস্তোরাঁর মালিকের ১৫ বছরের ছেলেকে অপহরণ (Kidnapped) করা হয়েছে বলে অভিযোগ। ওই এলাকায় সিসিটিভি ফুটেজে ঘটনার দৃশ্য দেখা গিয়েছে। রেস্তোরাঁর মালিক কৃষ্ণজাত উদ্বিগ্ন হয়ে পরেছেন। তিনি জানান ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত ছেলেটির কোনওসন্ধান পাওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করছে।
ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন লোক তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, ছেলেটি নিজের ইচ্ছায় এসব লোকের সঙ্গে গিয়েছিল। শিগগিরই তাকে নিরাপদে উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভির ভিত্তিতে গাড়িটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।