নয়াদিল্লিঃ লুকিয়ে আপত্তিকর ভিডিয়ো (Video) তোলার চেষ্টা। বাধা দেওয়ায় কিশোরীকে মারধর করে খুনের (Murder) চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মিরাটের কিঠাউর এলাকায়। অভিযোগ, কিশোরীর আপত্তিকর ছবি, ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিল জানু নামে বছর ২০-এর ওই যুবক। তাকে বাধা দিতেই কিশোরীকে মারধর শুরু করে ওই তরুণ। তার ফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এই নিয়ে দু'জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর কিশোরীকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করে ওই তরুণ রাস্তায় ফেলে তাকে খুনের চেষ্টা করা হয়। লোকজন জড়ো হতেই পালায় অভিযুক্ত। এরপর কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে সে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ৩ অক্টোবর। ওই কিশোরী গাজিয়াবাদের লোনি এলাকার বাসিন্দা। ঠাকুমার সঙ্গে দেখা করতে মিরাটে এসেছিল। সেখানেই তার সঙ্গে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে ১৪ বছরের ওই কিশোরী। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধরায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রকাশ্যে কিশোরীর আপত্তিকর ছবি ক্যামেরাবন্দি, বাধা দিলে নাবালিকাকে খুনের চেষ্টা যুবকের
UP: 14-Year-Old Girl Beaten, Choked By Meerut Man After Confronting Him For Secretly Filming Her; Accused Caught On CCTV#cctv #meerut #uppolicehttps://t.co/rE6bDehvWf
— Free Press Journal (@fpjindia) October 6, 2025