অসমের বন্যা পরিস্থিতি (ছবিঃX)

নয়াদিল্লিঃ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে অসমের (Assam) পরিস্থিতি। প্রবল বৃষ্টি (Heavy Rain) ও ভূমিধসের (Landslide) কবলে পড়ে একেবারে লণ্ডভণ্ড অসম। এখনও পর্যন্ত অসমে মোট ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। বন্যায় প্রাণ হারিয়েছেন ১৪ জন, আর ভূমিধসের কবলে পড়ে মারা গিয়েছেন ৫ জন। জলের তলায় অসমের একাধিক জেলা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মোরিগাঁও জেলায়। বিগত কয়েকদিন ধরেই অবিরাম বৃষ্টিতে ভিজছে অসম। বৃষ্টির দোসর হয়েছে ভূমিধস। এখনও থামেনি বৃষ্টি। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। কোথাও কোথাও আবার নদী বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ।

বৃষ্টিতে লণ্ডভণ্ড অসম, মৃত ১৯ জন

বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের ২২ টি জেলা। শ্রীভূমি জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ক্ষতিগ্রস্ত প্রায় ১ লক্ষ ৯৪ হাজার ১৭২ জন। ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে ৩১ হাজার ২১২ জনকে। মোট ১৬৫ টি ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, "অসমের সমগ্র পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়েছে। কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছে অসম তাও জানানো হয়েছে তাঁকে।"

বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত অসম, মৃত্যু ১৯ জনের