নয়াদিল্লিঃ প্রবল বৃষ্টিতে (Heavy Rain)বিপর্যস্ত মহারাষ্ট্র (Maharashtra)। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রজুড়ে প্রবল দুর্যোগের জেরে ১০ জনের মৃত্যু। ইতিমধ্যেই ১১ হাজার ৮০০ জনকে উদ্ধার করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জন্য পালঘর, রাইগাড, নাসিক, মুম্বই, থানে-সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
অন্যদিকে বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে গোদাবরী নদীর। এই নদী প্লাবিত হলে জলের তলায় চলে যাবে বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জেরে নাসিক জেলায় বাড়ি ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে উদ্ধারকাজ। পৈথানের শম্ভাজিনগরের প্রায় ৭,০০০ বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে মহারাষ্ট্র প্রশাসন। আগামীতে বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা। উল্লেখ্য, এই বৃষ্টিকে ২০০৫ সালের মহারাষ্ট্রের বৃষ্টির সঙ্গে তুলনা করছেন বিশেষজ্ঞরা। সে বার বন্যায় ডুবেছিল মহারাষ্ট্র। পরিস্থিতি সেই দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ মুহূর্তে দাঁড়িয়ে।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
Maharashtra Rain: महाराष्ट्र में भारी बारिश से 24 घंटे में 10 लोगों की मौत, 11,800 से अधिक लोगों को सुरक्षित स्थान पर पहुंचाया#maharashtra #rain #weather https://t.co/7igxYZjrbp
— News Nation (@NewsNationTV) September 29, 2025